ফ্ল্যাপে লিখা কথা
১৭৮৯ সাল। কেপ টাউন। লেপটেন্যান্ট ইউরি ফিওদরভিচ্ লিসিয়ান্স্কি তাঁর ডায়রিতে বিরক্তিভরে লিখে রাখলেন: ‘ইনি ছন্নছাড়া অবস্থাতেই ইউরোপ হইতে চলিয়া গিয়াছিলেন ও আবিকল পূর্বাচস্থাতেই ভারতবর্ষ ত্যাগ করিয়া আসিলেন।” কে এই ছন্নছাড়া? লিসিয়ান্স্কি কথন কল্পনাও করতে পারেননি যে রাশিয়ার বিজ্ঞানচর্চা ও সংস্কৃতির ইতিহাসে ঐ প্রৌঢ়, গেরসিম লিয়েবেদফ,তাঁর মতোই অমরতার বিজয়মুকুট পরে থাকবেন। শুধু রাশিয়ার সমাজেতিহাসে নয়, বঙ্গসংস্কৃতির ইতিহাসেও।
বাংলা নাটমঞ্চের জন্মদাতা উক্ত প্রবাদপুরুষের পূর্ণাঙ্গ জীবনী ও অক্ষয় কীর্তির প্রামাণ্য বিবরণ এতদিনে রচিত হলো। সেই সঙ্গে বাংলা-রুশ সাংস্কৃতিক সম্পর্কবিনিময়ের আদিপর্বের ইতিহাসও । প্রায় তিন দশক পূর্বে সম্পন্ন এই রচনা অদ্যাবধি পথিকৃতের আসন অধিকার করে আছে। ভবিষ্যতে যতদিন না নতুন কোনো তথ্য উপাত্ত ইত্যাদি আবিষ্কৃত ও সংগৃহীত হচ্ছে, ততদিন পর্যন্ত বর্তমান গ্রন্থ লিয়েবেদেফ্ সম্পর্কে অপ্রতিদ্বন্দ্বী ও একমাত্র প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত হতে থাকবে।
রুশ ভাষায় অভিজ্ঞ গবেষক, অনুবাদক ও কবি হায়াৎ মামুদ এই প্রথম মূল উৎস ব্যবহার করে বঙ্গীয় বিদ্বৎসমাজে গেরাসিম্ স্তেপানভিচ্ লিয়েবেদেফ্কে সামগ্রিক পরিপ্রেক্ষিতে উপস্থিত করলেন।