“আবেদালির মৃত্যুর পর” বইটি সর্ম্পকে কিছু কথাঃ জগতের সমস্ত ঘটনা ও সম্পর্কের মূলে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। এটাই গল্পকার মশিউল আলমের প্রধান বিষয়। এর আগে, দ্বিতীয় গল্পগ্রন্থ ‘মাংসের কারবার’-এ তিনি এঁকেছিলেন এক বিভীষিকাময় সংসারের ছবি, যে বিভীষিকায় নিমজ্জিত আজকের বাংলাদেশ। বর্তমান গ্রন্থের গল্পগুলো যেন বলতে চায় মশিউল আলম বিভীষিকার জগৎ থেকে বেরোতে চাইছেন। ১০টি গল্প নিয়ে ‘আবেদালির মৃত্যুর পর’ লেখকের তৃতীয় গল্পগ্রন্থ। এই গল্পগুলো পাঠে মশিউল আলমের মনযোগী পাঠক টের পাবেন জীবন-ভাবনায়, গল্পনির্মাণে ও ভাষা ব্যবহারে লেখক আরো পরিশীলিত, আরো পরিপক্ক হয়ে উঠেছেন।