“একশত আটটি নীল পদ্ম” বইটিতে লেখা ফ্ল্যাপের কথা: শুধুমাত্র কাব্য অনুভূতি দিয়ে জীবন চলে না। জীবন চলে সামাজিকতার পরিকল্পিত কাঠামােতে। ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছা অনেক সময়ই সেখানে অবান্তর। তাই পছন্দ-অপছন্দ নয় বরং অনিশ্চিত সময়ের হাত ধরেই আমাদের নামতে হয় জীবন পথে। তারপরেও আমাদের হৃদয়ের চাওয়াপাওয়াগুলােকে আমরা অনুভূতি থেকে তাড়িয়ে দিতে পারি না। সেই নিউরনে দোল খাওয়া অনুভূতিগুলােই হান্নান হােসেন চেষ্টা করেছেন তার কবিতায় তুলে আনতে। প্রণয়ের পথে চলা একজন পথিকের চোখেই দেখতে চেয়েছেন হাসি-কান্না, মান-অভিমান, রাগ-অনুরাগ, আনন্দ-উল্লাস, হতাশা-গ্লানি, প্রত্যাশা ও প্রাপ্তিকে। আর এই সব প্রকাশিত ও অপ্রকাশিত অনুভূতির টুকরােগুলাে নিয়েই হান্নান হােসেন-এর ভালােবাসার কবিতা।