ফ্ল্যাপে লিখা কথা
এ কাহিনীর মূল চরিত্র রাঙাকাকা। যিনি সমাজের আট-দশজন মানুষের চেয়ে আলাদা । ভাত চুরি করে খাওয়ার অপরাধে পিতৃমাতৃহীন কালুর গায়ে কালি মাখিয়ে মিছিল বের করে যুদ্ধাপরাধী খালেক মেম্বার। প্রতিবাদে গর্জে ওঠেন শহীদ মুক্তিযোদ্ধা মাসুদের মা। শহীদ মাসুদ রাঙাকাকার বন্ধু, এক সঙ্গে মুক্তিযুদ্ধ করেছেন। সব জেনে কালুকে নিজের কাছে নিয়ে আসেন রাঙাকাকা। প্রতি শুক্রকার তার বাড়িতে পাঠচক্রে অংশ নেয় রাজু, মিন্টু, তপন, বকুল, তরী, তমাল, শিখা ও টুটুলের মতো একদল দুরন্ত ছেলেমেয়ে । হঠাৎ দেখা দেয় বন্যা। দুরন্ত এসব ছেলেমেয়েকে নিয়ে এলাকার বন্যার্তদের পাশে দাঁড়ান রাঙাকাকা। এক রাতে ডাকাতরা হানা দেয় তার বাড়িতে। তারপর? এগিয়ে চলে গল্প। রাঙাকাকা-মুগ্ধ হয়ে পড়ার মতো কিশোর উপন্যাসে।