ফ্ল্যাপে লেখা কথা
ড. আলম ১৯৭৩ সনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এম.এস.সি ,১৯৮৩ সালে ব্যাংককের ত্থাম্মাসাট বিশ্ববিদ্যালয় থেকে এমএ অর্থনীতি এবং ইংল্যান্ডের নিউ ক্যাসেল আপন টাইন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অধ্যাপনা জীবনে ড. আলম জার্মানির হামবোল্ট বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ড এর ভাগিনিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট ইকনোমিক্স স্কুলে ভিডিটিং প্রফেসর হিসেবে স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষকতায় দায়িত্ব পালন করেন।
ড. আলম পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ড. আলম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় ২০০২ সাল থেকে ২০০৫ পর্যন্ত চাকুরিরত ছিলেন। তিনি জাতীয় দৈনিকসমূহের উপসম্পাদকীয় পৃষ্ঠায় গত দুই দশকের অধিকসময় ধরে আর্থ- সামাজিক, রাজনৈতিক বিষয়ে বিশ্লেষণাধর্মী কলাম লিখছেন। নির্জনতাপ্রিয় প্রচারবিমুখ ড, আলম বিবাহিত জীবনের দু্ই সন্তানের জনক। তাঁর পৈত্রিক নিবাস চাঁদপুর জেলার মতলব উত্তর, উপজেলার পশ্চিম ইসলামাবাদ গ্রামে।