গল্প সে তো জীবনেরই গল্প। এ জীবনে চড়াই উৎরাই আছে, আনন্দ-বেদনার অভিঘাত আছে, আছে প্রাপ্তির আলোকউচ্ছাস এবং অপ্রাপ্তির প্রগাঢ় হতাশাও। এই সব কিছু মিলিয়েই জীবনের অম্লমধুর নির্যাস। আর সেই নির্যাসমথিত উপাদানের শৈল্পিক বুননে গড়ে ওঠে জীবেনের গল্প। আমাদের জাতীয় জীবনের সবচেয়ে শৌরর্য ও ও গোরবময় অধ্যায় হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং মহত্তম অর্জন হচ্ছে সে যুদ্ধে বিজয় লাব। সমূহ অর্জন আমরা ধরে রাখতে পারিনি, কুটিল রাজনীতির পাঁকে পড়ে হারিয়েছি অনেককিছু। তবু সেটা শেষ কথা নয়। এই এখানেই আবার ঘুরে দাঁড়াবার আয়োজনও আছে। তাই কেবল একাত্তরের গল্প নয়, চলমান এ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রবহমান জীবনের গল্পই হয়ে ওঠে মুক্তিযুদ্ধের ভিন্ন ভিন্ন দিগন্ত স্পর্শ করেছে। উত্তাল একাত্তর তো বটেই, একাত্তরোত্তর সময়ের প্রত্যাশা ও হতাশা,, বিক্ষুব্ধ গণ মানসের অস্থিরতা ও আর্তি ও শৈল্পিক রূপ লাভ করেছে গ্রন্থভুক্ত গল্পগুলিতে। প্রতিটি গল্পই হয়ে উঠেছে আলাদা এবং নতুন।