সঙ্গীত বিষয়ে রবীন্দ্রনাথের নিজের ধারণা ধীরে-ধীরে দানা বেঁধে উঠেছিল। এই ধারণা কী করে পাল্টে যায়, তা ‘জীবনস্মৃতি’তে কিছুটা বলা আছে। শিল্প কারও আদেশে শিল্প হয়ে ওঠে না-হয়ে ওঠে শিল্পীর মনের আনন্দে। রবীন্দ্রনাথের বেলায়ও তা-ই ঘটেছে। এ বই শুধু রবীন্দ্রনাথের সঙ্গীতভাবনা নিয়ে নয়, নৃত্যভাবনা নিয়েও।