জলদস্যু বইটির সামারিঃ
সম্রাট আওরঙ্গজেবের আমলে দুর্ধর্ষ ফিরিঙ্গি জলদস্যু সিবাস্তিয়ান গঞ্জালেস দলবল সমেত মোগল সেনাপতি শায়েস্তা খাঁর হাতে আত্মসমর্পন করেছিল। শত বছরের পুরনো সেই ইতিহাসকে নতুন মোড়কে আমাদের সামনে তুলে এনেছেন লেখক সুনীল গঙ্গোপাধ্যায়, সেই সাথে হাজির করেছেন ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা সত্য ঘটনাকে। সত্যিই কি এই ইতিহাসের নায়ক শায়েস্তা খাঁ না অন্য কেউ। হতে পারে কি কোন বাঙালী? সেই রহস্যের সত্য ঘটনা জানতে পড়তে হবে এই বই।
বইটি পড়া শুরু করলে আপনি খুঁজে পাবে, বাঙ্গালী কতো শক্তিশালী, কত তেজী, কতটা আত্মবিশ্বাসী, কতটা সাহসী। বাঙ্গালী হিসেবে যারা নিজেদেরকে ছোট করে দেখেন তাঁরা পাবেন নিজেদের আসল সম্মান খোঁজার পথ। আর সেই পথের নায়ক উপন্যাসের ব্রাহ্মণ বিশু ঠাকুর। পাবেন নিজেকে কুণ্ঠিত করে রাখা মাধব দাসের মত বাঙালির কথা, যারা শুধু গালাগাল করেই সুখ পায়। খুঁজে পাওয়া যাবে বার্মার সেই সময়ের ভয়ংকর মগ জলদস্যুর ইতিহাস, যাদের কথা আজো আমরা কথায় কথায় বলি “এইটা কি মগের মুল্লক নাকি”। বাকিটুকু জানতে গল্পটি পড়ুন।