“প্রতীচ্য পুরাণ” বইয়ের সংক্ষিপ্ত কথা:
‘প্রতীচ্য পুরাণ’-এর প্রথম প্রতীক সংস্করণ প্রকাশিত হল। গ্রীক, রোমক, স্ক্যান্ডিনেভীয়, টিউটোনিক, ব্যাবিলনীয় এবং অ্যাসিবীয় প্রাচীন সাহিত্য ও পুরাণের নির্বাচিত চরিত্র, স্থান এবং প্রাসঙ্গিক কয়েকজন লেখকের সংক্ষিপ্ত পরিচিতিমূলক এই গ্রন্থ প্রথম প্রকাশিত হয় ১৯৮৪ সালে। তখন এটি প্রকাশিত হয়েছিল বাংলা একাডেমী থেকে। বর্তমান সংস্করণটি পরিমার্জিত এবং পরিবর্ধিত সংস্করণ। বাংলা একাডেমী সংস্করণে মোট ভুক্তি সংখ্যা ছিল ৩৫৭টি। ‘প্রতীক’ সংস্করণে ভুক্তি সংখ্যা ৪৪৩টি। অর্থাৎ মোট ৮৬টি নতুন ভুক্তি এই সংস্করণে অন্তর্ভুক্ত হলো।