“ছোট থেকে বড় সবার জন্য ক্র্যাফট” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
আমি যখন মাত্র দশ বছরের তখন একটা ক্র্যাফট-এর বই দেখেছিলাম বাংলায়। এর বাইরে আর কোন বাংলা ক্র্যাফট-এর বই দেখিনি। প্রচুর ইংরেজি ক্র্যাফট বই দেখিছি। কিন্তু বাংলায় নেই। এটার জন্য আমি এক ধরনের কষ্টে ভুগি। আমি আশা করবাে ক্র্যাফট-এর বই বের হয়ে এক সময় আমাদের আরও আনন্দ দিবে।