“লিডিস” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা:
এবারের বইয়ের ৭টি ছােট সায়েন্স ফিকশন গল্প আছে। বিশ্বের বিভিন্ন দেশ ও বিভিন্ন সময়ের কথা এখানে এসেছে। বিভিন্ন দষ্টিভঙ্গি। থেকে দেখা বিভিন্ন গল্প জেনেটিকস বিশেষজ্ঞদের কাণ্ড। রহস্যময় উল্কাপাত, বৈজ্ঞানিক পরীক্ষার শিকার মানুষের কথা, মহাবিশ্বের অজানা রহস্য। এ সবই গল্পের মধ্যে আনা হয়েছে। আশাকরি পাঠকদের ভালাে লাগবে। আল্লাহ সবার মঙ্গল করুন।