“কুমির” বইটির সম্পর্কে কিছু কথা:
ছোট বাচ্চাদের জন্য কুমির সমন্ধে কিছু ছবি ও তথ্য দেয়া হয়েছে । যাতে করে বাচ্চার খুব সহজে কুমির সম্পর্কে জানতে ও শিখতে পারে । কুমির হল একপ্রকার জলচর চতুষ্পদ প্রাণী। এগুলিকে দেখা যায় আফ্রিকা, এশিয়া, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশে । এরা জলে বসবাস করে ,এরা জলের নিকটবর্তি ঝোপ বা বালিতে ডিম পারে। এই বইটি পরলে কুমির সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবে।