ফ্ল্যাপ
’ভাবনার মুক্তবাতায়ন’ যতীন সরকারের প্রবন্ধ সংকলন মাত্র নয়, মুক্তদৃষ্টিতে পার্থিবজগতকে অবলোকন করার এক অবারিত জানালাও। লেখকের সূক্ষ্ম পর্যবেক্ষণে এখানে স্পষ্ট হয়ে উঠেছে সাহিত্য-সংস্কৃতির বহুমাত্রিকতা। সমাজ ও রাজনীতির ইতি-নেতি, প্রাকৃতজনের চেতনার নানা স্তর, ধর্ম ও সাম্প্রদায়িকতার অনুপুঙ্খ বিশ্লেষণ। সমাজদেহের বিভিন্ন ত্রুটি উন্মোচন করেই লেখক দায়িত্ব শেষ করেননি, উত্তরণের পথ নির্দেশও করেছেন। তাই এক আনন্দময় ও ইতিবাচক জীবনাকাঙ্খাই মূর্ত হয়ে উঠেছে তাঁর লেখায়। বাংলা সাহিত্যে স্মরণীয় প্রাবন্ধিকদের সংক্ষিপ্ত তালিকায় ইতিমধ্যেই আসন করে নিয়েছেন যতীন সরকার। ‘ভাবনার মুক্তবাতায়ন’ সেই আসনকে আরও পাকাপোক্ত করবে।
ভূমিকা
দ্বারবন্ধ করে দিয়ে ভ্রমকে রুখতে চাইলে সত্যের প্রবেশ-দ্বারাও যে রুদ্ধ হয়ে যায়, সে-কথা রবীন্দ্রনাথই আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। তবে কখনো কখনো দ্বার বন্ধ করার প্রয়োজন পড়লেও, কবি নিস্তব্ধ প্রহরেও জন শূন্য ঘরে ‘মুক্তবাতায়ন প্রান্তে বসে বিভিন্ন সময়ে যে-সব সত্য অনুভব করেছি, সে-সবেরই যৎকিঞ্চিৎ বর্তমান এই সংকলনে বিধৃত। এতে পুনরুক্তি অনেক ক্ষেত্রেই অনিবার্য হয়ে উঠেছে। পূর্বের মতো এবারও সহৃদয় পাঠকের ক্ষমাশীলতাই আমার একমাত্র ভরসাস্থল।
প্রীতিভাজন আমজাদ হোসেন খান (জামাল)-এর পরম কল্যাণ ও প্রভূত সমৃদ্ধি কামনা করি।
সূচিপত্র
সংস্কৃতির দ্বান্দ্বিকতা: সংস্কার-বর্জন ও সংস্কার-সাধন
সুখও নয় দুঃখও নয়, আনন্দ আনন্দ আনন্দ কেবল
প্রাকৃতজনের দর্শনে বস্তুবাদ ও নারীভাবনা
পুরুষতন্ত্রের কারাবন্দী নারীর মাতৃত্ব
ভুলের ক্ষমা আছে, অন্যায়ের নেই
বাঙালি সমাজে লোকধর্মের প্রভাব
ধনতন্ত্রের অনিবার্য সংকট ও আমাদের মহান বিজয়
মননই সৃজনের জনক, সৃজনেই মননের সমৃদ্ধি
জাতীয় সংহতি ও ঐক্যমত্য
সম্ভাবনার বাংলাদেশ
আন্তঃধর্মীয় সংলাপের অকপট অনুষ্ঠান চাই
মার্কসবাদী সাহিত্যবীক্ষা, মনোবিজ্ঞান ও শরৎ সাহিত্য
প্রাকৃতজনের ভাবলোকে একুশের চেতনা
রাজনীতিতে ক্রান্তিকাল এবং ক্রান্তি থেকে উৎক্রান্তি
স্বাধীনতা, সুশাসন ও দরিদ্রদের ক্ষমতায়ন
গণতন্ত্রের স্বপ্ন: ‘আমরা সবাই রাজা’
উপমহাদেশে সাম্প্রদায়িকতা: সেকাল একাল ভাবীকাল
চেতনার বিজ্ঞান ও বিরঞ্জন রায়