দক্ষিণ কোরিয়ার সিউল থেকে আমাদের পনের মাসের কন্যা কাজরিকে নিয়ে ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দরে নামি রীতিমতো মাঝরাতে। সে 1995 সালের কথা। আমরা লাওসে প্রায় স্থায়িভাবে বসবাস করতে যাওয়ার পথে দু দিনের যাত্রাবিরতি করেছি ব্যাংককের সুকুমভিত এলাকার একটি গেস্ট হাউসে।