ফ্ল্যাপে লেখা কিছু কথা
মানুষ সামাজিক জীব। সমাজের বিভিন্ন ধরনের মানুষের বাস। আর ভালো-মন্দ নিয়েই মানুষ। সারা পৃথিবীতে আদিকাল থেকে ভালো-মন্দে জড়িত। শহরে সন্ত্রাসী আর গ্রামে ভিলেজ পলিটিক্স আগের যুগের চেয়ে বর্তমানে অনেক বেড়ে গেছে। তবে কেউ যদি ধর্মীয় গুণে গুণান্বিত হয়ে ধর্মীয় জ্ঞানের দ্বীপশিখা জ্বেলে এসবের মোকাবেলা করে, তা হলে ইনশাআল্লাহ সে কামিয়াব হবেই। এই উপন্যাসের কাহিনীটাই তার জ্বলন্ত প্রমাণ। আশা করি পাঠকবৃন্দ বইটি পড়ে একদিকে প্রেমের মিষ্টি মধুর সংলাপ ও আনন্দঘন পরিবেশের আনন্দও পাবেন।বইটি অনেকদিন মার্কেটে না থাকায় আমি আন্তরিক ভাবে দুঃখিত। তৃতীয় প্রকাশ পর্যন্ত বইটি রশিদ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এবারে চতুর্থ প্রকাশ “নূর-কাসেম পাবলিশার্স” থেকে যথাসম্ভ ত্রুটিহীনভাবে প্রকাশ করার চেষ্টা করা হলো।