“সভ্যতার অসন্তোষ “বইটির প্রথম ফ্লাপের কিছু কথা:
…“সভ্যতা যদি পরিবার থেকে বৃহত্তর মানবতা পর্যন্ত একটি অবশ্যম্ভাবী। ক্রমবিকাশের ধারা হয়, তাহলে—অনুভূতির উভয়গামিতা থেকে। উৎপন্ন সহজাত দ্বন্দ্ব, ভালবাসা ও । মরণ-তাড়নার মধ্যবর্তী চিরন্তন সংগ্রামের ফলশ্রুতিতে—অপরাধবােধের বিবর্ধন সভ্যতার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, যা। সম্ভবত ব্যক্তির পক্ষে অসহনীয় মাত্রায়। উন্নীত হতে পারে। কেউ স্মরণ করতে পারেন অমর্ত্য শক্তির বিরুদ্ধে মহান কবির মর্মস্পর্শী অভিযােগ:
এ জীবনের ক্লান্ত পথে তুমি আমাদের হাটাও। দ্যাখাে আমাদের অমিতাচার, ভ্রান্ত জীবনধারা, অতপর অনুতপ্ততার দুঃসহ বােঝার নিচে ছেড়ে যাও আমাদের, এক মুহুর্তের ভুল জীবনভর জ্বালা।।
(গ্যোটে)
আর আমরা বােধহয় এই ভেবে একটু স্বস্তির নিঃশ্বাস ফেমতে পারি যে প্রায় অনায়াসে নিজ আবেগের ঘূর্ণি-তরঙ্গ থেকে। গভীরতম সত্যের মলম মাখানাে কেবল। মুষ্টিমেয় মানুষের পক্ষেই সম্ভব, যে কাজে আমাদের সকলকে দুঃসহ অনিশ্চয়তার মধ্যে অবিরত অনুসন্ধান চালিয়ে নিজেদের পথ খুঁজতে হয়।”…