অনেকে না বুঝে। না দেখে। শুধু মাত্র শুনে শুনে ঐতিহ্যবাহী চরমোনাই দরবারের প্রতিষ্ঠাতা পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ এছহাক (রহ) এর সমালোচনা করে থাকেন। আসলে এছহাক রহ ইলমে তাসাউফের ঞ্জান শিক্ষা দেওয়ার জন্য উক্ত ভেদে মারেফত ও আশেক মাশুকসহ 27 খানা কিতাব রচনা করেছেন। তার কিতাবের আকার ছোট হলেও ইলমে তাসাউফের ও মারেফত এ ভরপুর। যারা এ বিদ্যা অর্জন করে আখেরাতের প্রস্তুতি নিতে চান তাদের জন্য এছহাক রহ এর 27 খানা কিতাব পড়া একান্ত জরুরী।