“ধূম বিনাশ বা দিল পাক” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
প্রাণের বন্ধু মােমেন মুসলমান ভ্রাতা-ভগ্নিগণ! আমি আজ বহুদিন যাবৎ ইসলামী সমাজে ভ্রমণ করিয়া দেখিতেছি যে, আমার বহু মুসলমান ভ্রাতাগণ ধুমপান করতঃ ঈমানকে বরবাদ করিতেছে। এমন কি নেশায় মত্ত হইয়া পবিত্র রমজান মাসের রােজা রাখিয়াও দিনের বেলায় ধূমপান করে। আফছুছ, হাজার আফছুছ, নামাজের মধ্যে ধূয়ার গন্ধ পাইলে দেল হইতে নামাজ বিতারিত হইয়া যায়। অতএব অনুরােধ যে যাহার হাতে আমার এই কিতাবখানা পড়িবে তিনি ইহা পাঠ করিয়া আমল করিবেন ও অন্যকেও শুনাইবেন। যদি আপনার পাঠ শুনিয়া কোন মুসলমান ধুমপান ত্যাগ করে তবে আপনি মােজাহেদীনের সঙ্গে সঙ্গী হইয়া হাশরের দিন উঠিতে পারিবেন এবং জেহাদের ছওয়াব পাইবেন।