“ইসলামী আইনে কার কি লাভ ক্ষতি ” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
মেহেরবান আল্লাহ জীবন ব্যবস্থা হিসাবে আমাদের দিয়েছেন এমন এক দ্বীন ইসলাম যা হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর শাসনতন্ত্র এমন যা মানুষকে তৈরী করতে হবে না। যা তৈরী করে দিয়েছেন তিনিই যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টিতে সব মানুষই মানুষ হিসাবে সমান। তাই তিনি চাননা যে কেউ থাকুক বিশতলায় আর কেউ থাকুক গাছতলায়। তিনি এটাও চাননা যে কেউ পাহাড় সমান ধনী হবে আর কেউ পথের ভিখারী হবে। এ যে তিনি চান না, তা আমরা যে একেবারেই কিছু বুঝি না, তা নয়, যেমন- আমাদের যাকাত, ছদকা, দান খয়রাত ইত্যাদির যে ব্যবস্থা দ্বীন ইসলামে রয়েছে এটাও গরীব ও ধনীদের জীবন যাপনের মানকে একেবারে না হলেও কাছাকাছি সমপর্যায়ে আনতে চান। আর সমাজ ব্যবস্থা কিভাবে ঢেলে সাজালে। একটা রাষ্ট্র কল্যাণ রাষ্ট্রে পরিণত হতে পারে এবং সমাজের আইনের মধ্যে আল্লাহ কি ধরণের পরিবর্তন এনে সমাজের সব ধরণের লােকদের সমমর্যাদা দিতে চান। তাই আলােচনা করা হয়েছে এ দারস সিরিজে।