“চীনের উপকথা ” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
চীনের উপকথাগুলাে ছােটো বড় সবার পাঠ উপযােগী। এগুলাে শুধুমাত্র চীনের লােকদের পড়ার জন্য নয়, সারা পৃথিবীর মানুষই মনের আনন্দে এই গল্পগুলাে পড়তে পারে। গল্পগুলাের অভ্যন্তরে লুকিয়ে আছে মহাসত্য। যা কিনা আমাদের আরও ভালােভাবে জীবন যাপনের সহায়ক হতে পারে। এই বইয়ের গল্পগুলাে, সত্যিই তােমাদের হৃদয় ছুঁয়ে যাবে। তােমরা অনুপ্রাণিত হবে একটা চমৎকার জীবনের জন্য।