“চিত্রসহ হজ্জ উমরাহ ও যিয়ারতে মদিনা” বইটি সম্পর্কে কিছু কথাঃ
পবিত্র কাবা শরীফ, মসজিদ আল হারাম, মাকাম-ই-ইব্রাহিম, সাফা পর্বত, হাজ্বরে আসওয়াদ বা কালো পাথর, রাসুলুল্লাহ এর বাসস্থান, জাবল-ই-নূর, জাবল-ই-রহমত মদিনার এমন আরো চমৎকার সব বিষয় সম্পর্কে এই বইতে চিত্রসহ লেখা হয়েছে। যারা হজ্জ উমরাহ বা যিয়ারতে মদিনা যেতে চান তাদের জন্য এই বই সহায়ক হিসেবে কাজ করবে।