বিচারপতি লতিফুর রহমান জনগণের সামনে তত্ত্বাবধায়ক সরকারের কমপরিধি স্বচ্ছভাবে প্রকাশ করার উদ্দেশ্যে এ বইয়ের অবতারণা করেছেন। এতে তিনি স্বল্প কথায় জীবন বৃত্তান্ত, বিচারকের জীবন-বৃত্তান্ত, বিচারকের জীবন, প্রদঅন বিচারপতির অভিজ্ঞতা ও তত্ত্বাবধায়ক সরকারে ৮৭ দিনের কার্যাবলি লিপিবদ্ধ করেছেন। ওই ৮৭ দিনে তিনি অনেক বিতর্কের ঝড় মাথায় নিয়ে অর্থাৎ তোয়াক্কা না করেই দেশ ও জাতির ভবিষ্যতের কথা চিন্তা করে গুরুদায়িত পালন করেছেন। এ বইয়ে তিনি সে কথা কলেছেন।
সূচিপত্র
* আত্মকথা
* তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ৮৭ দিন
* আলোকচিত্র
* তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে কিছু গুরুত্বপূর্ণ ভাষণ
* সাক্ষাৎকার
* বিদেশী পর্যবেক্ষকদের নির্বাচনী অভিমত
* অভিনন্দন জানিয়ে পত্র