“হৃদয়ে প্রেমের শীর্ষ” বইয়ের সংক্ষিপ্ত কথা:
কবির হাতের গদ্যের এমনিতেই আলাদা একটা স্বাদ। তার মধ্যে বয়সে তরুণ তবু একালের অগ্রণী কবিদের অন্যতম জয় গােস্বামীর হাতে গদ্য তাঁর কবিতার মতােই গুঢ়, গভীর, চোখ-ঝলসানাে। সেই গদ্যেই চার-চারটি বড় মাপের ব্যক্তিগত প্রবন্ধ নিয়ে জয় গােস্বামীর এই প্রথম নিবন্ধগ্রন্থ। যে-চারটি রচনা এই বইতে, তার একটিতে জয় গােস্বামী পাঠকের সামনে মেলে ধরেছেন নিজের কবিতা লেখার প্রেরণার জগৎ শুনিয়েছেন। নিজেরই জীবনের নানান টুকরাে, বেঁচে থাকার নানা অভিজ্ঞতা, এমনকি স্বপ্নেরও। মৃত্যু, অসুখ, লােভ, প্রেমের এক বর্ণাঢ্য চালচিত্র। আরেকটি লেখায় জয় গােস্বামী শুনিয়েছেন। রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথা, কীভাবে পরিবারেরই একজন হয়ে আশৈশব তাঁর সঙ্গে মিশে লেন রবীন্দ্রনাথ—সেই অভিজ্ঞতার ইতিবৃত্ত। শরতে আজ কোন্ অতিথি’র উপজীব্য ছেলেবেলার শরৎকাল, পরীক্ষার দিনগুলি-রাতগুলি, বাল্যপ্রেম। প্রেম বিষয়ে নিজস্ব ধারণা ও অভিজ্ঞতার ভিত্তিতে লেখা এ-গ্রন্থের নাম-প্রবন্ধটি তাঁর কবিতার মতােই। আকর্ষক এই গদ্যগ্রন্থ।