“ইতালীর র্যনেশাঁস, বাঙালীর সংস্কৃতি” বইয়ের ফ্ল্যাপের লেখা:
রেনেশাঁস সম্পর্কে কবে থেকে তাঁর কৌতূহলের সূচনা আর কীভাবে, পঠনপাঠনের শুরুই বা কবে, এই গ্রন্থের এক দীর্ঘ ভূমিকায় সেসব কথা বিস্তারিতভাবে জানিয়েছেন প্রথিতযশা ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী। পরস্পরের পরিপূরক দুটি দীর্ঘ প্রবন্ধ নিয়ে এই বই। প্রথমটি ইতালীয় রেনেশাঁস নিয়ে সর্বাধুনিক গবেষণার ফলশ্রুতি ইতালীয় রেনেশাঁস সম্পর্কে আলােড়ন-জাগানাে গ্রন্থপ্রণেতা বুখহার্ট-এর সমালােচনা ছাড়া যে-দিকে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে তা হল, চতুর্দশ ও ষােড়শ শতকের অর্থনৈতিক পটভূমিকা, হিউম্যানিজমের বিভিন্ন পর্ব ও বিভিন্ন রূপ এবং চিন্তাধারায় ও শিল্পসৃষ্টিতে। ক্লাসিসিজম, রিয়ালিজম ও নিও-প্লেটোনিজমের প্রভাব। দ্বিতীয় প্রবন্ধটির বিষয় আধুনিক বাঙালী সংস্কৃতির আদর্শ সন্ধান। এখানে লেখক বিশেষভাবে জোর দিয়েছেন ঐতিহ্য ও আধুনিকতার দ্বন্দ্বের ওপর। লক্ষ করেছেন যে, আমাদের সাংস্কৃতিক পরিবর্তনের পুরােধারা ঐতিহ্যকে বিসর্জন না দিয়েই তাকেই কীভাবে অধিকাংশ ক্ষেত্রে আধুনিকীকরণের কাজে লাগিয়েছেন। কয়েকজন বিশিষ্ট সৃষ্টিশীল ব্যক্তিত্বের নতুন বিচার এখানে। গভীর আলােচনার মধ্য দিয়ে শ্রীত্রিপাঠী দেখিয়েছেন, রেনেশাঁসের হিউম্যানিজম যেমন পর্বে-পর্বে রূপ বদলেছে, তেমনই বাংলায় পশ্চিমী প্রত্যয় রূপ বদলেছে ঔপনিবেশিকতাবাদী শাসন-শােষণের পর্বে-পর্বে। সন্দেহ নেই লেখকের অন্যান্য গ্রন্থের মতাে এই গ্রন্থটিও মূল্যবান এক সংযােজন রূপে গণ্য হবে।