একটি শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে। শৈশব পার হয়ে কৈশোরে পৌঁছে। তার শারীরিক ও মানসিক পরিবর্তন হয়। কৈশোর উত্তীর্ণ হয়ে পরিপূর্ণ নারী হয়ে ওঠার পথে একজন কিশোরীকে যেতে হয় এক জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে। কিশোরীদের মনোদৈহিক পরিবর্তনের এক সুশৃঙ্খল ও বৈজ্ঞানিক বিশ্লেষণের প্রয়াস এ বইটি। কিশোর-কিশোরী ও মা-বাবাদের জন্য তাই বইটি খুলে দেবে এক নতুন দুয়ার।