ফ্ল্যাপে লিখা কথা
আমি চাইলাম যারে
ভরে পাইলাম না তারে
সে এখন বাস করে পরের ঘরে
জীবন দিয়া আমি যারে বেসেছিলাম ভালো
সে আমার ভুল বুঝিয়া দূরে চলে গেল
আমার কপালে নাই সুখ, আমার বিধাতা বিমুখ
এই পোড়া মুখ আমি দেখাব কারে
আশা ছিল প্রাণবন্ধুরে রাখিব এই বুকে
বন্ধুয়ারে নিয়া আমি থাকব চিরসুখে
হায় রে ভালোবাসা আমার করলে নৈরাশা
এমন ভালোবাসা যেন কেউ না করে
সর্বস্ব ধন করলাম অর্পণ, আর কিছু নাই বাকি
তবু কেন আমার সাথে কর লুকালুকি
ভেবে কয় কফিলউদ্দিন, বন্ধু এতই কি কঠিন
জল ছাড়া হইয়া মীন আর বাঁচি কি করে