ফ্ল্যাপে লিখা কথা
মানুষের হৃদয়টা বহতা নদীর মত,
কখনও ভাঙ্গে কখনও গড়ে।
কখনও ভাসায় সুখের আধারে-কখনও ডোবায় ভাবনার মাঝে;
কখনও হারায় অজানায়,অচেনা ভবিষ্যতে।
আর কখনও ফেলে আসে সোনালি অতীতকে।
আর ‘সোনালী অতীত’ -এর সবচেয়ে আবেগী কাল শৈশব। অনেক ভাবনার স্মৃতির হারানো শৈশব।