ফ্ল্যাপে লিখা কথা
জয় করবে বলেই জন্মেছে মানুষ, হারবে বলে নয়। একজন মানুষ কখনো হেরে যেতে পারে না, যদিও সে নিঃশেষ হয়ে যায়। লড়াই করে বেঁচে থাকার এমন দশটি গল্প নিয়ে দীপু মাহমুদের গল্পগ্রন্থ ‘উত্তরপুরুষ’।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ তাঁর লেখক সত্তাকে বারবার নাড়া দিয়েছে। প্রতিটি গল্পগ্রন্থের নাম দিয়েছে মুক্তিযুদ্ধের গল্পের নামে। এই সংকলনের প্রথম গল্প উত্তরপুরুষে উঠে এসেছে মুক্তিযুদ্ধের এক ভিন্নতর রূপ। মুক্তিযুদ্ধের এত বছর পর এই গল্পে আমাদের মুখোমুখি হতে হয়েছে নির্মম এক কঠিন সত্যের, যে কাহিনির শুরু ১৯৭১ সালে। অন্য গল্পগুলোতেও দেখা যায় জটিল ও ভালোবাসাময় জীবনের আবেগকম্প হৃদয়ানুভূতির মননশীল প্রকাশ।
এই বইয়ের গল্পগুলোতে বাঙালির গর্বের মুক্তিযুদ্ধ আছে, লড়াই করে বেঁচে থাকার প্রত্যয় আছে, আছে প্রেম-বোধ-অনুভূতি-কল্পনা-আশা যা আমরা অনুভব করি প্রতিদিন, প্রতি মুহূর্তে। বাস্তব আর জাদবাস্তবতার মিশেলে দশটি গল্পের অনবদ্য নিপুণ সৃষ্টি এই ‘উত্তরপুরুষ’।