ফ্ল্যাপে লিখা কথা
একদিন রুমী বলল, ওর বাসায় নাকি বিয়ের তোড় জোড় শুরু হয়ে গেছে। এখন সে কি করবে? রায়হান রুমীকে বলল, চিন্তা কর না সব ঠিক করে নেব।
রায়হান শুধু রুমীকে আশ্বস্ত করতে পারল কিন্তু নিজে আশ্বস্ত হতে পারল না। বাড়িতে তো আর অবস্থান ভালো না। বাবা থেকেও নেই। আর খালা বা সৎ মা, ওখানেও খুব একটা সুবিধা হবে বলে মনে হয় না। রায়হান সাত-পাঁচ ভাবতে ভাবতে শেষ পর্যন্ত বন্ধু রিয়াজের শরণাপণ্ন হলো। দুই বন্ধু মিলে বুদ্ধি বের করে সিদ্ধান্ত নিয়ে ফেলল। সোজা কাজী অফিস তার পর সবাইকে জানিয়ে দেবে তখন যা হয় হবে……