“বাস্তহারার দল” বইয়ের ফ্ল্যাপের লেখা:
ভূমি নির্ভরতা থেকে সরে এসে বাংলার নগরমুখি মানুষের বেঁচে থাকার যে নির্মম সংগ্রাম তার অপূর্ব চিত্র বাস্তুহারার দল উপন্যাসটি। সমাজ যতই এগিয়ে চলছে খেটে খাওয়া মানুষের অনিশ্চয়তা তত যেন বেড়ে যাচ্ছে! আর অনিবার্যভাবে শ্রমজীবী সমাজের ভিতরে জন্ম নিচ্ছে প্রতিরােধী শক্তি। কিন্তু এ শক্তি যে বাস্তুহারা…..