রাজনীতিই তাদের সবকিছু! তারা রাজনীতিতে খান। রাজনীতিতে ঘুমান। ঘুমের ভেতর যে স্বপ্নটা দেখেন, সেটাও বোধহয় রাজনীতিতেই! কিন্তু রাজনীতি মানেই ঘোরালো-ঘোলাটে বিষয়, তা না। রাজনীতিটা যখন ঘরের, সংগ্রাম-আন্দোলন-প্রতিবাদের বদলে তখন ভালোবাসা আর ত্যাগের ভাষায় রচিত হয় অবাক আশ্চর্য্য সব গল্প। রাজনৈতিক মাঠের চেনাজানা দাপুটে কয়েকজন শীর্ষ নেতার আপন গৃহকোণ থেকে তুলে আনা সেসব সত্যিকারের গল্প নিয়েই সাংবাদিক আবদুল্লাহ আল ইমরানের ‘হোম পলিটিক্স’।