বইটির মূল বিষয় প্রবন্ধ হলেও খুব তাত্ত্বিক কিংবা জ্ঞানগর্ব বর্ণনার ছড়াছড়ি নেই। নজরুল ইসলাম আমাদের বাংলা কবিতার এক বিদ্রোহী পুরুষ। তাঁকে নিয়ে বোদ্ধা গবেষক প্রাবন্ধিক থেকে শুরু করে সাধারণ লেখকেরও আলোচনা-সমালোচনার অন্ত নেই। এই বইটিতে নজরুলকে নিয়ে যেমন লেখক লিখেছেন তেমনি নারী বিষয়ক আরো বেশ কিছু লেখা সংযোজিত হয়েছে এখানে।