নাম শুনেই বুঝা যায় এটা কোনো এক মানুষের জীবনের প্রতিচ্ছবি। হ্যাঁ এ ছবি এঁকেছেন সদ্য তারুণ্য কেটে উঠা লেখক আবদুল হাসিব। দেশ-বিদেশ ঘুরে ঘুরে কাটাচ্ছেন জীবন, কিন্তু মনের পরতে পরতে বেজে উঠে মাতৃমাটির টান। সেই টানে ফিরে তাকান পিছন ফিরে, আর নিজস্ব জীবনপাঠে আমাদেরও পাঠ করান জীবন নদীর বাঁকে বাঁকে জমা দৃশ্যগুলো।