এই বইতে চলচ্চিত্রকে ফিরে দেখা হয়নি (Film Review) কিন্তু (Film Criticism) করা হয়েছে। এই বইতে চলচ্চিত্রবিলাস করা হয়নি চলচ্চিত্র ভাবনাকে উস্কে দেয়া হয়েছে। লেখক চলচ্চিত্রকে নিবিড়ভাবে পাঠ করেছেন। এর সংকট, সমস্যা, সীমাবদ্ধতা ইত্যাদি বিষয়ে অনুপুঙ্খ পর্যালোচনা ও বিশ্লেষণ প্রয়াস আছে এ বইয়ে। সাধারণ পাঠক ও বিশেষজ্ঞদেরও অনেক প্রশ্নের মুখোমুখি করবে এই বই।