রবীন্দ্রনাথের লেখা ‘মর্ডান রিভিউ’ পত্রিকায় বেরুনোর পর ব্রিটিশ সরকার তা নিষিদ্ধ করে দিয়েছিল। পুলিশের গোপন খাতায় নাম ছিল – বি ক্লাস, বারো নম্বর আসামী। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আন্দামান থেকে রাজবন্দিদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। আবার, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সের জয় কামনা করেছেন, ‘কেননা মানব ইতিহাসে ফ্যাসিজমের নাৎসিজমের কলঙ্ক প্রলেপ আর সহ্য হয় না।’