‘নারীর সফলতা ও সংগ্রাম : শত নারীনেত্রীর ভাবনা’ গ্রন্থে যে অসামান্য নারীদের অভিজ্ঞতা ও বিশ্বাস তুলে ধরা হয়েছে, তা নতুন প্রজন্মকে পথ দেখাবে এবং তাদের মধ্যে সাহস ও শক্তি সঞ্চার করবে। সমাজের সীমাবদ্ধতায় প্রতিকূল পরিবেশের মুখোমুখি নারীদের সুপ্ত ইচ্ছাগুলে সফল নারীদের আলোকময় শোভাকে কেন্দ্র করে বিকাশের নিমিত্ত খুঁজে পাবে।
সাক্ষাৎকার প্রদানকারী অসামান্য নারীদের কথায় বার বার উঠে এসেছে শিক্ষা, আত্মবিশ্বাস, সাহস, যোগ্য হিসেবে গড়ে ওঠার আগ্রহ, কাজের প্রতি নিষ্ঠা, দৃঢ়চেতা মনোভাব, সামাজিক দায়বদ্ধতার চার্চা সকল প্রতিকুলতা ভেঙে নতুন প্রজন্মকে স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত করবে এবং সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে।