কোন কোন লেখা পাঠককে টানে, কোন কোন লেখা পাঠককে চমকে দেয়। আর এক ধরনের লেখা আছে, যা হয়তো পাঠককে তেমন তড়তড় করে টানে না, আবার চমকেও দেয় না। তবে, ভাবায়। বেশ ভাবায়। পাঠক পাঠ শেষ করেই তার মনোযোগ অন্যত্র সরিয়ে নিতে পারে না। এই ভাবনা জাগানো লেখাই লিখে থাকেন মাহ্মুদ রেজা চৌধুরী। তার চতুর্থ গ্রন্থ ‘বে হক কথা’- এতে ন্থান পাওয়া লেখাগুলি যারাই পড়বেন তাদের ব্যতিক্রমী মনে হবে এবং তারা গ্রন্থিত প্রবন্ধগুলি নিয়ে ভাববেন।