এক দশক আগে প্রকাশিত আমার নির্বাচিত কবিতা অনেক দিন হল নিঃশেষিত। তারপর এই শ্রেষ্ঠ কবিতা’। একটু তৎপর, একটু কম অলস। হলে বর্তমান সংকলনটি পাঁচ-ছয় বছর আগেই বেরিয়ে যেতে পারত। প্রচলিত রীতির বিপরীতে দাঁড়িয়ে আমি এ-সংকলনের কবিতাগুলিকে সাজিয়েছি একেবারেই অন্যভাবে। ইদানীং যে-সব কবিতা লিখেছি, সেগুলি এসেছে বইয়ের গােড়ায়। সাম্প্রত থেকে হাঁটতে হাঁটতে উৎসের দিকে চলে যাওয়া-এ আমার পছন্দমাফিক। বইটির গােড়ায় আমি তােমাদেরই লােক’ অংশে যে কবিতাবলি আছে, সেগুলি আসলে একটি প্রস্তাবিত কাব্যগ্রন্থের জন্য বিবেচনাধীন কিছু লেখা। আমার শ্রদ্ধেয় পিতৃব্য কাননচন্দ্র দাশগুপ্ত ও কবিবন্ধু শক্তি চট্টোপাধ্যায় এই সংকলনের পাণ্ডুলিপি নির্মাণের জন্য দীর্ঘকাল ধরে আমাকে নিয়মিত তাড়না করে এসেছেন। তাদের অনুযােগপূর্ণ ভালােবাসা এতদিনে যা হােক একটা চেহারা পেল। অনুজপ্রতিম সুবীর ভট্টাচার্য প্রফ দেখার কাজে যে শ্রম স্বীকার করেছেন তার তুলনা নেই।