“অটো ও ভোগী” বইয়ের ফ্ল্যাপের লেখা:
নবারুণ ঠিক প্রথাসিদ্ধ উপন্যাসের লেখক মন। বিপুলকায় নয় কিন্তু ওজনভারি নাভেলেটই তার পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্র হারবার্ট, খেলনা নগর, লুব্ধক, যুদ্ধ পরিস্থিতি বা মসসালিয়ম-এর পর এমনই আরাে দুটি লেখা ভােগী আর অটো। রচনাকালের হিসেবে ভােগী নবারুণের দ্বিতীয় এবং অটো সপ্তম উপন্যাস। ভােগী হারবার্টেরই অন্য এক মুখ; নবারুণেরও। ভােগীও হতে পারে ব্যবসার মূলধন আবার গােলকায়নের অপরিচিত ভুবনে তার মতাে বিপন্ন, লুপ্তপ্রায় এক জীবের ঘােরাফেরা যে বিস্ফোরকের মতাে ভয়াবহও হতে পারে-সেই বিপদজনক। সারল্য নিয়ে সে দাঁড়িয়ে। ভােগী কিংবা অটো-দুয়েরই মধ্যে যে নেমেসিসকে নবারুণ তুলে ধরেন—তা অস্তিত্বের এক অন্তর্মুখিন রাজনীতি! যে মৃত্যু উপত্যকার মধ্যে দিয়ে নবারুণের চরিত্র। অনবরত ঘােরাফেরা করে সেখানে মানুষের দুটোই চেহারা—হয় নিঃশব্দ ঘাতকের, না হলে অসহায় আত্মহননকারী বা পরাজিতের। আর সেই উপত্যকা জুড়ে কেবল উন্নতির পারমাণবিক কুয়াশা। সময় আর সমাজের সঙ্গে একক মানুষের লড়াই আর সহাবস্থানের, অভিমান আর উদযাপনের যে যুদ্ধ পরিস্থিতি—তারই আরাে দুটি চেহারা—ভােগী আর অটো।