ক্লাবের হলে রিলিফ কমিটির একটা নােটিশ পড়ছিলেন তিনি খেয়ালই করেননি তার পেছনে এসে দাড়িয়েছেন বাণীব্রত মজুমদার, ক্লাবের আরেক সদস্য। অনেকদিন দেখিনি যে, কী ব্যাপার? জিজ্ঞেস করলেন বাণীব্রতবাবু। আর বােলাে না,একরাশ ধোঁয়া ছেড়ে জবাব দিলেন কল্যাণ সেন,সেই বাজে ঘটনাটার পর ক্লাবে আসার চার্মটাই চলে গিয়েছে। তােমরা তাে জানােই। আরে দুর! তুমিও যেমন! ওসব ঘটনা কি কেউ মনে রাখে নাকি, অ্যা? আর তা ছাড়া ওই নষ্টের গােড়াটাকে তাে আমরা ক্লাব থেকে এক্সপেলও করে দিয়েছি। তা ঠিক,একটু চুপ করে থেকে বললেন কল্যাণ সেন,তবে কী জানাে, ওই ছেলেটি আমাকে সাহায্য না করলে আমিই হয়তাে ক্লাব থেকে এক্সপেল হয়ে যেতাম।