“আধুনিক বিজ্ঞানের জন্মকথা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
আকাশের রহস্য কুলকিনারাহীন। আকাশের অন্তরেই জন্ম নিয়েছে মানবসভ্যতার যমজ সন্তান—ধর্ম এবং মহাকাশবিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞানের প্রাচীন চিন্তা ও চর্চাধারা কৃষিভিত্তিক প্রাচীন সভ্যতার গুরুত্বপূর্ণ উপাদান। মহাকাশবিজ্ঞানের প্রাচীন চিন্তাধারা থেকে পশ্চিম ইউরােপে কখন, কীভাবে জ্যোতির্বিজ্ঞানের এবং প্রকৃতিবিজ্ঞানের আধুনিক চিন্তা ও চর্চাধারার বিকাশ ঘটে, তারই চমৎকার আলােচনা আছে। ধীরেন্দ্রনাথ বিশ্বাসের ‘আধুনিক বিজ্ঞানের জন্মকথা মহাকাশবিজ্ঞান থেকে আধুনিক বিজ্ঞানচিন্তা’ গ্রন্থে মধ্যযুগের পর নবচেতনায় জাগ্রত পশ্চিম ইউরােপে বিজ্ঞানের আধুনিক চিন্তা ও চর্চার গােড়াপত্তনের কথা, আধুনিক বিজ্ঞানের আদিপর্বের আবিষ্কার ও আবিষ্কারকগণ প্রভৃতি বিষয় পর্বে পর্বে এই গ্রন্থে আলােচিত। বিজ্ঞানমনস্কতা সৃষ্টির উদ্দেশ্যে নিঃসন্দেহে একটি প্রয়ােজনীয় প্রয়াস।