বাবার চশমা বাবা খুব ভোরে বাড়ি থেকে বেরুলেন। মাকে বলে গেলেন ফিরতে দেরি হবে। মা কিছু বলার আগেই বাবা গলির শেষ মাথায় পৌঁছে যান। বাবার প্রতি মায়ের ভালোবাসা, সন্তানের প্রতি বাবার, বাবার প্রতি সন্তানের এই নিয়ে সাজানো। একটি ভালো লাগার মতো কিশোর গল্পের বই।