“মডারেট অর্থনীতি ও শাসনব্যবস্থা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
অর্থনীতির মূল চালিকাশক্তি হলাে সমাজ। সমাজ একটি মানবিক সংগঠন। অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সমাজ তার মানবিক গুণাবলীর উৎকর্ষতা সাধন করতে সক্ষম, নচেৎ মানুষ ও পশুর মধ্যে গুণগত পার্থক্য নিরূপণ করা কঠিন হয়ে পড়ে। মানুষ তথা সমাজের উন্নয়নের জন্য তাই বিভিন্ন অর্থনৈতিক ও রাজনৈতিক তত্ত্বসমূহ গড়ে ওঠেছে। কোনাে তত্ত্বই আপেক্ষিকতা বর্জিত নয় । যখন কোন তত্ত্ব বৃহৎ সমাজের প্রয়ােজন মেটাতে সক্ষম হয় না তখন সে তত্ত্বের জায়গায় উদ্ভব ঘটে আর এক নতুন তত্ত্ব । এই তত্ত্বই হলাে মর্ডারেট অর্থনীতি ও শাসনব্যবস্থা।