আফ্রিকা বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বহু বৈচিত্র্যপূর্ণ জনগোষ্ঠী নিয়ে গঠিত। ১৯৫০ এর দশকে এ অঞ্চলের প্রায় সব দেশ ঔপনিবেশিক শাসনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে। এই উত্তর-ঔপনিবেশিক সময়ের বহুমাত্রিক জটিলতা, আকাক্সক্ষা ও আশা-ভঙ্গের হতাশা, ঐতিহ্য সচেতনতা ও সংকর জাতিসত্তার দ্বিধা আফ্রিকার ছোটগল্পের মূল উপজীব্য। একই সঙ্গে প্রতিবাদ-প্রতিরোধ, দেশপ্রেম ও আত্মঘাতী অনুকরণ, নিজস্ব সাংস্কৃতিক পরিমণ্ডলের নির্মাণ ও বিনির্মাণও তাদের গল্পের অন্যতম বিষয়। এছাড়াও বিশ্বসাহিত্যাঙ্গনের বাঁক বদলের অংশীদারিত্ব রক্ষা ও সমৃদ্ধি সাধনের চেষ্টাও এখানে সুস্পষ্টভাবে দৃশ্যমান। অগণন মেধাবী লেখকের লেখায় সমৃদ্ধ আফ্রিকার ছোটগল্প আজ বিশ্বসাহিত্য ভাণ্ডারের গর্বের ধন, অনন্য সম্পদ। সেই বিশ্বসাহিত্য সম্পদ থেকে কিছু অসাধারণ গল্প সংকলিত হয়েছে এই বইয়ে। বাংলা ভাষার অনুবাদ সাহিত্যে এ এক অনন্য আয়োজন, সমৃদ্ধ সংযোজন।