অনুসন্ধিৎসু গবেষক অনেকে আছেন এখানে। তাঁরা খুঁটে খুঁটে তথ্য তুলে গাদা করেন। তথ্যের পাহাড়! তথ্য আর ঘটনার জটিল অরণ্যে অনিবার্য গন্তব্যটির পথ খুঁজে পাওয়াটাই তখন মূল সমস্যা হয়ে দাঁড়ায়, গবেষণাকর্মটিই মুখ থুবড়ে পড়ে। শেখ সাদী বঙ্গবন্ধু ভাষা ও মন নামে একটি তথ্যসমৃদ্ধ বই লিখে ফেলেছেন। এখানে তথ্য-ঘটনা ও গন্তব্য পরস্পরের সহযোগী আর পরিপূরক হয়ে উঠেছে। যুগলবন্দির মতো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসের পরিপ্রেক্ষিতে এক সুবিশাল মানুষ। ত্রুটি বা নিন্দা দুটিই এখানে অবান্তর এবং অরুচিকর। যে পর্বত আছেই তার অস্তিত্ব নিয়ে বৃথা কালক্ষেপণ করা অনুচিত; বরং ওই পর্বতের জটিলতা, সরলতা, মানবমুখিতা, জাতি-চিন্তার প্রকৃতি ও ধরন নির্ধারণ এবং মানুষতার পরিমাপ নিরূপণের লক্ষ্যই মুখ্য হয়ে ওঠা উচিত। শেখ সাদীর এই লেখায় এ রকম বিচারের ছাপ রয়েছে। আলো জ্বালাতে গেলে বড় করে চেষ্টা করাই প্রয়োজন। হাসান আজিজুল হক