বৈজ্ঞানিক কল্পকাহিনি’– আকাশের ওপর আকাশ, তার কোনাে সীমা নেই, নেই পরিসীমাও। কল্পনা আর বিজ্ঞানের এক অপূর্ব সংমিশ্রণ এই বৈজ্ঞানিক কল্পকাহিনি। গ্রহ নক্ষত্রের কথা তাই সুদূর পরাহত। কেননা জীবন পরিক্রমার যেমন শেষ আছে, তেমন কোনাে সীমা নেই মানুষের কল্পনার। কাজেই এই কল্পনাকে পদ্বিশীলিত করা হয়। এক একটি অপূর্ব সৃষ্টির মাধ্যমে। এই কল্পকাহিনিতে নিখাদ আনন্দের পাশাপাশি আছে সচেতনতার দায়বদ্ধতা। এমন সব বিচিত্র সুখপাঠ্য কাহিনিতে এই বই পরিপূর্ণ যে পাঠক কখনই ‘বাের’ হবে না। গ্রহ-গ্রহান্তরে ঘুরে বেড়ানাের কোনাে অতিরঞ্জিত কাহিনি নেই, কিন্তু গল্পগুলাের নতুনত্ব, ভাষার প্রকাশভঙ্গি পাঠকদের আনন্দ দেবে। এই বই এক সুষম কল্পনার বহিঃপ্রকাশ।