ভূমিকা
সাপ ও নেউলের নির্যাসের ওপর গজিয়ে ওঠা মাশরুমের বিষক্রিয়ায় এ উপন্যাসের নায়িকা তৃষার আপাত রূপান্তর কাল্পনিক হলেও তা সম্পদ আহরণে মানুষে-মানুষে ‘সাপে-নেউলে’ সম্পর্কের বিষক্রিয়ায় আক্রান্ত একটি যন্ত্রণাময় চরিত্র।
এ উপন্যাস কোনো ব্যক্তি বিশেষের প্রতি লক্ষ্য করে রচিত নয়। ভুল-ত্র“টির জন্য ক্ষমাপ্রার্থী।
-লেখক