শুরুর কথা: সামষ্টিক অর্থনীতির সূচকসমূহ নানা বাধা সত্তে¡ও অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে অনেক দূর। যদি গত একটি বছর দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকতো এবং আমরা দুর্নীতিকে না বলতে পারতাম, তা হলে দেশের অর্থনৈতিক সূচক আরও এগিয়ে যাওয়া সম্ভব হতো। স্বাধীনতা অর্জনের পর আমরা দীর্ঘ সময় অতিক্রম করে ৪৩ তম বছরে পদার্পণ করেছি। জাতি হিসেবে আমরা শৈশব, কৈশোর ও যৌবন ইতোমধ্যে অতিক্রম করে ফেলেছি। কিন্তু যৌবনের প্রাপ্তি আমাদের রাষ্ট্রীয়, সমাজ ও জাতীয় জীবনে ঘটেনি। –লেখক