তিশমা সেদিন ইশকুল থেকে ফিরেছে মাত্র। বাসার কাছে আসতেই চোখ দুটো তার জানালায় আটকে গেল। কৌশিক জানালায় আনমনে দাঁড়িয়ে আছে। দৃষ্টি যেন তার বহুদূর। মুখটা শুকনো। কিন্তু তিশমা ভাবছে অন্য কথা। কৌশিক তো একা জানালায় দাঁড়িয়ে থাকার কথা নয়। ও তো দাঁড়াতেই পারে না। তাহলে, ব্যাপারটা কী?
ইচ্ছে-পাখির জন্যে মন খারাপ কৌশিকের। ইচ্ছে-পাখি তাকে কত জায়গায় নিয়ে যায়। সেই পাখির কিনা মরণাপন্ন অবস্থা। কেমন করে এমন হল? ইচ্ছে-পাখি বাঁচবে তো? শারীরিক প্রতিবন্ধী এক শিশুর মনোজগৎ নিয়ে এই বই।