“সৈয়দ শামসুল হকের কবিতায় প্রেম ও নিসর্গ” বইয়ের ফ্ল্যাপের লেখা:
সৈয়দ শামসুল হকের কবিতায় প্রেম ও নিসর্গ ইসমাইল সাদীর একটি গবেষণাধর্মী গ্রন্থ। এখানে লেখক মূলত সৈয়দ শামসুল হকের কবিতায় প্রতিফলিত নানা অনুষঙ্গের মধ্য থেকে প্রেম ও নিসর্গকে ব্যাখ্যা ও বিশেষণের অবলম্বন করেছেন। প্রেমের বহুমখী অনুভব ও অভিব্যক্তি আর এর সঙ্গে নিসর্গের বহুমাত্রিক প্রয়ােগনৈপুণ্যের শৈল্পিক ব্যাখ্যা দাঁড় করানােই ছিল গ্রন্থকারের অন্বিষ্ট। দেশের মাটি, মানুষ, নিসর্গ-কবির চেতনাবিশ্ব গড়নে পালন করেছে প্রধান ভূমিকা। প্রেম ও নিসর্গের স্বরূপ আলােচনা করতে গিয়ে গবেষক দেখিয়েছেন, । সৈয়দ শামসুল হকের কবিতায় নর-নারীর স্বাভাবিক প্রেমের পাশাপাশি দেশের প্রতি মমত্ববােধ, মানুষের প্রতি অকৃত্রিম দরদ এবং সমাজের প্রতি দায়বােধ, নিসর্গের পট ও পটভূমিকায় কবিতার বিষয় ও বিষয়ীকে দিয়েছে শৈল্পিক সুষমা।